চন্দনাইশে ধোপাছড়ি ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সমাবেশ


চন্দনাইশ প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ‍্যে এক কর্মীসভা চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীরুল ইসলাম এর সভাপতিত্বে ধোপাছড়ি শীলঘাটা মাধ্যমিক স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জুন ) বিকালে সাধারণ সম্পাদক মারজাদুল ইসলাম চৌধুরী আরমানের সঞ্চালনায় সভায় অন‍্যদের মধ্যে বক্তব্য রাখেন, ধোপাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মোসলেম উদ্দিন,আওয়ামী লীগ নেতা,আব্দুল মোনাফ,সাবেক ছাত্রলীগ নেতা ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম সোহেল, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক,মাসুদ চৌধুরী, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক,কাউছার আলম রিফাত,সাতবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহিন, বৈলতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, রিদুওয়ান বিন সাইদ ইমন, সাধারণ সম্পাদক,রিদওয়ানুল হক সাজ্জাদ উপজেলা ছাত্রলীগ নেতা যতক্রমে, নাঈম ভূঁইয়া,ইফতেখারুল আলম সজীব, নায়েম,মিজান,মোহাম্মদ সাইদ, মারুফ, সাদেক, মাঈন উদ্দিন ইমন,শাহিন ইসলাম মিমু,ইমতিয়াজ সহ প্রমুখ।
সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীরুল ইসলাম, বলেন;স্বাধীনতার ৫০ বছর পার হয়ে যাওয়ার পরও যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, বাংলাদেশকে মেনে নিতে পারেনি, তারা ডিজিটাল বাংলাদেশের মতো স্মার্ট বাংলাদেশের ধারণাকে নিয়েও ব্যঙ্গ করতে পারে, তারা মানুষকে ভুল বোঝাবে। তাদের রুখে দাঁড়াতে হবে, অপচেষ্টা ছাত্রলীগের নেতাকর্মীদের রুখে দিতে হবে।

সাধারণ সম্পাদক মারজাদুল ইসলাম চৌধুরী আরমান বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়, বাংলাদেশ ও ছাত্রলীগ ওতপ্রোতভাবে জড়িত। ছাত্রলীগকে বাদ দিয়ে বাংলাদেশ চিন্তা করা দুষ্কর। ছাত্রলীগের ইতিহাস মানে এক নব দিগন্তের ইতিহাস। এই ছাত্রলীগ জাতির জনকের হাতে গড়া সংগঠন।

এই সংগঠন দিয়ে জাতির জনক ছয় দফা আন্দোলন সফল করেছিলেন।
সভার শুরুতে ধোপাছড়ি ইউনিয়ন ছাত্রলীগের নতুন নেতৃত্বে সৃষ্টির লক্ষে সভাপতি পদপ্রার্থী পাঁচ জন ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছয় জনের জীবন বৃত্তান্ত নেওয়া হয়।


Related posts

চন্দনাইশে শ্রী শ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমে আগামী ৩ থেকে ৭ এপ্রিল বাসন্তী পূজা

Chatgarsangbad.net

আধ্যাত্মিক সাধনা ও সুফি সাহিত্যিকের বাতিঘর: শাহ্ আলী রজা ওরফে কানু শাহ্ (রহ.)

Mohammad Mustafa Kamal Nejami

মুক্ত সাংবাদিকতাই হচ্ছে দেশ ও জাতির জন্য কল্যাণকর

Chatgarsangbad.net

Leave a Comment