বিপিএলের উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে ঢাকা


স্পোর্টস ডেস্ক

বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে দুর্দান্ত ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হতে যাওয়া এই ম্যাচে টস জিতে কুমিল্লাকে ব্যাটে পাঠিয়েছে ঢাকা। টস জয়ের পর ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন বলেছেন, ‘আমরা প্রথমে বল করবো। আমাদের দারুণ কিছু তরুণ ক্রিকেটার আছে। দ্রুত উইকেট নেওয়ার চেষ্টা করবো।’

অন্যদিকে, এবারই প্রথম কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়কত্ব করছেন উইকেটকিপার ব্যাটার লিটন। ব্যাটে নামার আগে তিনি বলেছেন, ‘ব্যাট করার জন্য ভালো উইকেট মনে হচ্ছে। আমারদের ৩ জন পেসার ও ৩ জন স্পিনার আছে। ভালো ক্রিকেটের অপেক্ষায় আছি।’

দুই দলের একাদশ

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: লিটন দাস (উইকেটকিপার ও অধিনায়ক), ইমরুল কায়েস, তাওহিদ হৃদয়, জাকের আলী, মাহিদুল ইসলাম অঙ্কন, খুশদিল শাহ, রোস্টন চেজ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, ম্যাথিউ ফোর্ড ও মুসফিক হাসান।

দুর্দান্ত ঢাকা: মোহাম্মদ নাইম, দানুশকা গুনাথিলাকা, চতুরাঙ্গা ডি সিলভা, লাসিথ ক্রসপুলে, ইরফান সুক্কুর (উইকেটকিপার), মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), সাইফ হাসান, তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম ও উসমান কাদির।


Related posts

হার দিয়ে বাংলাদেশের সুপার ফোর শুরু

Chatgarsangbad.net

চন্দনাইশ চরবরমায় শহীদ আবুল কালাম কন্ট্রাকটর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

Chatgarsangbad.net

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

Chatgarsangbad.net

Leave a Comment