সাতকানিয়া মহিলা কলেজে ডেঙ্গু প্রতিরোধ ও মশকনিধনে সচেতনতা র‍্যালি


সাতকানিয়া প্রতিনিধি:

মরণব্যাধী ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশকনিধনে সচেতনতা র‍্যালি ১০ জুলাই অনুষ্ঠিত হয়। কলেজ গভর্নিং বডির সভাপতি জননেতা নুরুল আবছার চৌধুরীর নেতৃত্বে সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ থেকে র‍্যালি শুরু হয়ে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে পুনরায় কলেজে ফিরে আসে।

র‍্যালিতে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রুহুল কাদের, কলেজ গভর্নিং বডির সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন, শিক্ষকদের মধ্যে ফরিদ আহমদ, মোহাম্মদ জয়নাল আবেদীন, আসাদুল্লাহ ইসলামাবাদী, জয়নাল আবেদীনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় কলেজ গভর্নিং বডির সভাপতি জননেতা নুরুল আবছার চৌধুরী বলেন, দেশব্যাপী ডেঙ্গু বেড়ে যাওয়ায় দিনদিন মারাত্মক আকার ধারণ করছে। তা থেকে রক্ষা পেতে বাড়ির আঙিনা পরিষ্কার রাখা, মশারি টাঙিয়ে ঘুমানোসহ সচেতনতার বিকল্প নেই।


Related posts

রাঙ্গুনিয়ায় এক সপ্তাহে পুকুরে ডুবে ৫ শিশুর মৃত্যু

Mohammad Mustafa Kamal Nejami

বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করলে আইন প্রয়োগ করছে চসিক

Chatgarsangbad.net

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

Chatgarsangbad.net

Leave a Comment