আজ ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: হরতাল-অবরোধের প্রতিবাদে ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটনের উদ্যোগে বিক্ষোভ মিছিল

হরতাল-অবরোধের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল


অনলাইন ডেস্কঃ বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের বিপক্ষে চট্টগ্রামে শান্তি ও উন্নয়ন সমাবেশ এবং অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে হালিশহর থানা আওয়ামী লীগ।

রবিবার (১২ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটনের উদ্যোগে বিএনপি-জামায়াত চক্রের আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় এসব কর্মসূচি পালিত হয়েছে।

আরও পড়ুন ‘চট্টগ্রামে রাজপথে ঝুঁকিপূর্ণ ১৯ স্থানে প্রহরায় থাকবে আ. লীগ’

নগরীর নয়াবাজার বিশ্বরোড চত্বরে শান্তি ও উন্নয়ন সমাবেশে ভারপ্রাপ্ত মেয়র বলেন, ‘বিএনপি-জামায়াত দেশের উন্নয়নকে সহ্য করতে পারছে না। তারা দেশকে ধ্বংস করার জন্য আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের আশ্রয় নিয়েছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে তাদের এই ঘৃণ্য ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। অগ্নিসন্ত্রাসীদের সামাজিকভাবে বয়কট করতে হবে।’

তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার বিজয় নিশ্চিত করে অসমাপ্ত কাজ সম্পন্ন করতে হবে।’

শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন চসিক কাউন্সিলর হুরে আরা বিউটি, মহানগর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, আওয়ামী লীগ নেতা মাঈনউদ্দিন শাহ খোকন, শওকত আলী, সাইফুর রহমান পলাশ, দেলোয়ার হোসেন বাবলু, মনজুরুল আলম দুলাল, আবদুল মান্নান খোকন, শাহেদ আলম সহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাএলীগ ও মহিলা লীগ নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নয়াবাজার মোড় হয়ে হালিশহর বড়পুল মোড়ে গিয়ে শেষ হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর