অনলাইন ডেস্কঃ সাতকানিয়ার মির্জাখীল চৌধুরী পাড়ার কৃতিসন্তান নাজমুল হক চৌধুরী (চার্টার অ্যাকাউন্টেন্ট) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৭ নভেম্বর) লন্ডন সময় বিকাল ৪টার দিকে তিনি পরলোক গমন করেন।
নাজমুল হক চৌধুরী মরহুম ফেরদৌস আহমদ চৌধুরী মাস্টারের দ্বিতীয় পুত্র। তিনি ১৯৬৩ সালে সাতকানিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করেছিলেন। পরবর্তীতে দেশে অ্যাকাউন্টিংয়ে অনার্স-মাস্টার্স সম্পন্ন করে উচ্চ শিক্ষার্জনে লন্ডনে পাড়ি জমান। শিক্ষাজীবন শেষ করে সেখানেই তিনি পেশাগত ও সংসার জীবনে লব্ধ প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। বিদেশে অবস্থান করলেও সেখান থেকে নিজ গ্রামের শিক্ষাসহ সব বিষয়ে খবরাখবর রাখতেন এবং মানুষের সাহায্যার্থে এগিয়ে আসতেন তিনি। এলাকার কোনো ব্যক্তি বা শিক্ষার্থী লন্ডনে উচ্চ শিক্ষা বা কোনো কাজে উনার সাথে যোগাযোগ করলে তিনি সর্বাত্মক সহযোগীতা করতেন। তিনি সমাজসেবক-শিক্ষানুরাগী হিসেবে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। নব প্রজন্মের কাছে তিনি একজন অনুকরণীয় ব্যক্তিত্ব।
তার দাফনকার্য লন্ডনেই সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক ও সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের সভাপতি নুরুল আবছার চৌধুরীসহ সাতকানিয়া মির্জাখীল এলাকার সর্বস্তরের মানুষ।
Leave a Reply