আজ ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাহাড়তলীতে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু


পাহাড়তলী প্রতিনিধি:

নগরের পাহাড়তলীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৮ মে) ভোর ৫টার দিকে পাহাড়তলী থানাধীন নতুনবাজার সড়কের গলির মুখে এ ঘটনা ঘটে। নিহত আজাদ (৩০) নতুনবাজার এলাকার মো. লাডু ইব্রাহিমের ছেলে।

নিহত আজাদের চাচাতো ভাই মো. ইমন জানান, আজাদ একটি কারখানায় নৈশপ্রহরী হিসেবে চাকরি করতেন।দায়িত্ব পালন শেষে ভোরে বাসায় ফিরছিলেন। বাসার সামনেই ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনা দেখে তার বোন চিৎকার করলে আমরা গিয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। মৃত্যুর আগে রাজু ও ওসমান সহ আরও দুইজন তাকে ছুরিকাঘাত করে বলে জানিয়েছেন আজাদ। এর আগে কারখানার পাশে রাস্তায় প্রস্রাব করতে বাধা দেওয়ায় তারা এ ঘটনা ঘটিয়েছে। পরে কর্তব্যরত চিকিৎসকরা আজাদকে মৃত ঘোষণা করেন।

এদিকে এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয় লোকজন সড়ক অবরোধ করেন। আধঘন্টা পর পুলিশ এসে তাদের সরিয়ে দেন। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

পাহাড়তলী থানা পুলিশ জানিয়েছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া গেছে। স্থানীয়রা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করেছিল। পরে তাদের সরিয়ে দেওয়া হয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, ভোর ৫টার দিকে আহত অবস্থায় আজাদ নামের ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। মরদেহ মর্গে রাখা হয়েছে।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর