সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২


সাতকানিয়া প্রতিনিধিঃ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পিকআপের সাথে সম্মুখ সংঘর্ষে মোটরসাইকেল চালক ও আরোহী দুইজনেরই মৃত্যু হয়েছে। রবিবার (১৯ নভেম্বর) সকাল ১১ টার সময় মহাসড়কের সাতকানিয়া কেঁওচিয়া ইউনিয়নের ড্রিম হাউজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মনমত বৈরাগি (৩৫), আরিফ হোসেন (২৫)। মনমত স্বচিন্দ্র নাথ বৈরাগীর পুত্র এবং বরিশাল উজিরপুর থানার কাউরেখা এলাকার সন্তান। আরিফ ইউনুচ আলীর সন্তান, তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলারহাট বড়গাছি এলাকায়।

জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেঁওচিয়া ইউনিয়নের ড্রিম হাউজ এলাকায় খালেকের দোকানের সামনে পিকআপ এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় মোটরসাইকেল চালক মনমত বৈরাগির। পরে মোটরসাইকেল আরোহী আরিফ হোসেনকে সাতকানিয়া আশ-শেফা হাসপাতালে নিয়ে গেলে তিনি সেখানে মৃত্যুবরণ করেন।

দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান বলেন, ‘পিকআপটি জব্দ করতে পারলেও চালক পলাতক রয়েছে। তিনি আরও বলেন, ‘এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


Related posts

বাঁশখালীতে ৪৭ রাউন্ড পিস্তলের গুলিসহ যুবক গ্রেপ্তার

Chatgarsangbad.net

সিআইইউতে শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

Chatgarsangbad.net

‘আমরা বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করি ও ভালোবাসি’

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment