আজ ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

চট্টগ্রামে গণমাধ্যমকর্মীরা কী নিরাপদ? সিইউজের নিন্দা


অনলাইন ডেস্কঃ চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ নন সাংবাদিকরা। কিছুদিন পরপর এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে এ তথ্যের সত্যতা পাওয়া যায়। সোমবার (২২ এপ্রিল) চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম এক বিবৃতিতে বলেন, রবিবার (২১ এপ্রিল) রাত সোয়া দশটার দিকে নগরীর মনসুরাবাদ এলাকায় দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষের ভিডিও ধারণ করতে গেলে সাদ্দাম হোসেন নামে এক সন্ত্রাসী ও তার সহযোগীদের হামলার শিকার হন সিইউজে সদস্য ও চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ ক্যামেরাপারসন সেলিম উল্লাহ। এ সময় তার প্রাণনাশের চেষ্টা চালায় সন্ত্রাসীরা।

অন্যদিকে, সোমবার বিকাল তিনটার দিকে নগরীর বন্দর থানাধীন পশ্চিম নিমতলা এলাকায় ওয়াসার পানির অবৈধ ব্যবসার ভিডিও করতে গেলে ব্যবসায়ী ইকবালের নেতৃত্বে সন্ত্রাসীরা সিইউজের আরেক সদস্য ও চট্টগ্রাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার রিমন সাখাওয়াতের ওপর হামলা চালায়। এ সময় তাকে গলা টিপে শ্বাসরোধ করার চেষ্টা করে সন্ত্রাসীরা।

আরও পড়ুন সাংবাদিকদের অধিকার রক্ষায় সিইউজের ৬ দফা দাবি

উল্লিখিত দুটো ঘটনায় সিইউজে তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের কড়া শাস্তি দাবি করেছে। সাংবাদিক নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, দু’টি ঘটনাতেই সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তাহীনতার বিষয়টি ফুটে ওঠেছে। যা সাংবাদিকতা পেশা ও কর্মরত সাংবাদিকদের জন্য বড় ধরণের হুমকি।

এদিকে সাংবাদিকে সেলিম উল্লাহর ওপর হামলাকারীদের মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার সব্যসাচী মজুমদার এ প্রসঙ্গে বলেন, ‘অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে আমরা অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করেছি।’

প্রসঙ্গত, এর আগে ৩০ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের প্রাক্কালে সাবেক সাংসদ ও তার সমর্থকদের দ্বারা হামলার শিকার হয়েছিলেন একজন সাংবাদিক। তার আগে ২০২০ সালের ৪ জানুয়ারি কয়েকজন আনসার সদস্যের হামলায় নাজেহাল হন দু’জন সাংবাদিক।

তথ্যসূত্র: সংগৃহীত


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর