আজ ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কোর্স শেষ করেই জব

কোর্স শেষ করেই জব পেলেন রুবেল তালুকদার।


ইমরান আহমদ

কোর্স শেষ করেই জব পেলেন ক্রিয়েটিভ আইটির ছাত্র রুবেল তালুকদার।

রুবেল তালুকদার ক্রিয়েটিভ আইটির ভিডিও এডিটিং ২৩০১ ব্যাচের এর শিক্ষার্থী।কোর্স শেষ করেই জব অবিশ্বাস্য, যিনি খুব অল্প দিনেই ছুঁয়েছেন সাফল্য।কোর্স শেষ করেই জব অবিশ্বাস্য, তবে নিজেকে এই সেক্টরে প্রমাণ করা এতটা সহজ নয়।

এই অসাধ্য কাজটি করে দেখিয়েছেন ভিডিও এডিটিং এর শিক্ষার্থী রুবেল তালুকদার।এই সাফল্যের সবচেয়ে বড় অবদান হলো, তার ধৈর্য্য ও অধ্যবসায়। তবে এই সাফল্য একদিনের নয়, অনেক পরিশ্রম এবং ধৈর্য্যের ফলাফল তার আজকের এই অবস্থান।এতে রুবেল বলেন তার এই সফলতা আর উন্নতির মূল ভূমিকা হচ্ছে ক্রিয়েটিভ আইটির।

রুবেল এর মত হাজারো শিক্ষার্থী নিজেকে এভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে ক্রিয়েটিভ আইটির হাত ধরে।এতে ক্রিয়েটিভ আইটি চট্টগ্রাম পরিবারও তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তাদের নিজস্ব পেইজ থেকে।

দেশের কারিগরি তথা আইটি উন্নয়নে এক অন্যান্য ভূমিকা রাখছে ক্রিয়েটিভ আইটি।সেই সাথে একঝাক প্রাণবন্ত তরুণ-তরুণী কে গড়ে তুলতেছে ফ্রিল্যান্সার হিসেবে যারা দেশের রেমিট্যান্স খাতে এক বিরাট অবদান রাখতেছে।অবদান রাখতেছে দেশের আর্থসামাজিক উন্নয়নেও।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর