আজ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

ফটিকছড়ির শাহানগর স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি সহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা


দিদারুল আলম (দিদার)

চট্টগ্রাম ফটিকছড়ির শাহানগর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মৃত্যুর জন্য পরিচালনা কমিটির সভাপতি সহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে।

আজ সোমবার (৮ মে) চট্টগ্রামের বিচারিক হাকিম মাহমুদুল ইসলামের আদালতে মৃত শিক্ষকের স্ত্রী নাজমা সুলতানা রুবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত মামলা গ্রহণ করে পুলিশ ব্যুরো অভ ইনভেস্টিগেশন (পিবিআই)কে তদন্তের নির্দেশ দিয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল চট্টগ্রামের একটি ক্লিনিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের মৃত্যু হলে শাহানগরে ছাত্ররা মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেন। চট্টগ্রাম প্রেস ক্লাবে ও শিক্ষা বোর্ডে শিক্ষকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে এই শিক্ষকের মৃত্যুর জন্য সভাপতিসহ অভিযুক্তদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা।

মামলায় অভিযুক্তরা হলেন ফটিকছড়ির শাহনগর স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি রাকিব বিন তৌহিদ চৌধুরী, সভাপতির মনোনীত শিক্ষক প্রতিনিধি ও সহকারী শিক্ষক মো. মাহবুব আলম ও মো. নুরুল আলম, সহকারী প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন এবং সভাপতির সহযোগী মো. শহীদুল আলম চৌধুরী ও মোহাম্মদ নিজাম উদ্দিন। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামী করা হয়েছে।

মামলার বিবরণে মৃত শিক্ষকের স্ত্রী নাজমা সুলতানা রুবা অভিযোগ করেন, গত ২৭ এপ্রিল শাহনগর স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে ‘আকস্মিক’ হৃদরোগে আক্রান্ত হওয়ার পরদিন মারা যান অধ্যক্ষ জাহাঙ্গীর আলম।

মামলার আসামীদের অন্যায় আদেশ মেনে দুর্নীতিতে শরিক না হওয়ায় জাহাঙ্গীর আলমের ওপর তারা নাখোশ ছিলেন। বিদায় অনুষ্ঠানের মঞ্চে সাবেক সভাপতি শহীদুল আলম চৌধুরী নিজেকে এলাকার প্রভাবশালী উল্লেখ করে তাকে হুমকিধমকি দিয়ে বক্তব্য রাখেন। পরিচালনা কমিটির সভাপতিও তার যাবতীয় ক্ষমতা কেড়ে নেয়ার হুমকি দিয়ে বক্তব্য রাখেন।

আরজিতে আরো বলা হয়, আসামীদের আচরণে চরম অপমানিত ও অসম্মানিত হয়ে মানসিক বিপর্যয়ের শিকার হয়ে জাহাঙ্গীর আলম বুকে তীব্র ব্যথা অনুভব করতে থাকলে তাকে দ্রুত নগরীতে এনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ২৮ এপ্রিল বিকেলে তার মৃত্যু হয়।

আদালতের বেঞ্চ সহকারী মামুনুর রশীদ সাংবাদিকদের মামলা গ্রহণ করে পিবিআইকে ৬ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর