অনলাইন ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী তালিকায় চট্টগ্রাম বিভাগের কয়েকটি আসন নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে।
সোমবার (২৭ নভেম্বর) বিকালে জাপার প্রকাশিত মনোনয়নপ্রাপ্তদের তালিকায় চট্টগ্রামের চট্টগ্রাম-৩ আসন বলা হয়েছে সীতাকুণ্ড এবং চট্টগ্রাম-৪ আসন বলা হয়েছে হাটহাজরীকে।
আরও পড়ুন সুষ্ঠু ভোট হলে জিতবে জাতীয় পার্টি
তবে চট্টগ্রাম ৩ হলো সন্দ্বীপ আর চট্টগ্রাম ৪ হলো সীতাকুণ্ড আসন। এতে যেসব প্রার্থীর নাম ঘোষিত হয়েছে এবং যেসব আসন ভুল লেখা হয়েছে তাতে অন্যান্য আসনগুলোর তথ্য নিয়েও বিভ্রান্তি হচ্ছে।
তালিকাটিতে চট্টগ্রাম ৮ আসনে জাপার মনোনীত প্রার্থী দেখানো হয়েছে সিরাজুল ইসলাম চৌধুরীকে। কিন্তু জাপার প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি সোলায়মান আলম শেঠ এই আসনের মনোনীত প্রার্থী হিসেবে নিজেকে দাবি করছেন। চাটগাঁর সংবাদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘সময় স্বল্পতার কারনে দ্রুত কাজ করতে গিয়ে তালিকাটিতে কিছু ভুল হয়েছে। এগুলো সংশোধন করে আবারও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।’
Leave a Reply