আজ ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাতকানিয়ায় গভীর রাতে বসতঘর ভাঙচুর-জায়গা দখলের অভিযোগ


আব্দুল্লাহ আল মারুফ, নিজস্ব প্রতিবেদক 
সীমানা বিরোধের জের ধরে চট্টগ্রামের  সাতকানিয়ায় গভীর রাতে বসতঘরে ভাঙচুর চালানো হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) রাত আড়াইটার দিকে সাতকানিয়া পৌরসভার গোয়াজর পাড়ার কালু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আক্রান্ত মোখলেছুর রহমান সাতকানিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন। সাতকানিয়া থানার উপপরিদর্শক জীবন কৃষ্ণ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। জিডিতে একটি সীমানা দেয়াল ও বসতঘর ভাঙচুরসহ প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়েছে বলে জানান তিনি। অভিযুক্তরা হলেন, মোখলেছুর রহমানের প্রতিবেশী নজরুল ইসলাম, বদিউল আলম।
জিডিতে মোখলেছুর রহমান উল্লেখ করেন, পূর্ব বিরোধের জেরে গত ২ মে অভিযুক্তের স্ত্রী, বাবা-মাসহ তাকে (মোখলেছুর রহমান) মারধর করে। এ ঘটনায় তিনি ৩ মে সাতকানিয়া থানায় প্রতিপক্ষের লোকজনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় নজরুল ইসলাম ও বদিউল আলমকে গ্রেপ্তার করে পুলিশ।আদালত থেকে জামিনে বের হয়ে তারা মামলা তুলে নিতে হুমকিধমকি দেন। এ অবস্থায় মঙ্গলবার (৯ জুলাই) রাত আড়াইটার দিকে বিবাদীরা লোহার রড, হাতুড়ি নিয়ে এসে বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর করেন। এ ছাড়া বিবাদীদের ছুড়ে মারা ইট পড়ে মোখলেছুর রহমান আঘাত পান,প্রায় চার লক্ষ টাকার কয় ক্ষতি হয়েছে বলে জানান মোখলেছুর রহমান।
তবে এই অভিযোগ গুলো মিথ্যা বলে দাবী করেন অভিযুক্ত বদিউল আলম ও নজরুল ইসলাম। তারা আরো বলেন, এই জায়গার কাগজে কলমে মোল মালিক আমরা। তারা রাতের আঁধারে জোরপূর্বক ভাবে দখল করে বাউন্ডারি তৈরি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর