আজ ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বাকলিয়ায় স্বাস্থ্যবান শিশুদের প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ


সৈয়দ শিবলী ছাদেক কফিল

“ওয়ার্ল্ড ভিশন- বাংলাদেশ” এর কর্ণফুলী আরবান প্রোগ্রামের উদ্যোগে ২০ আগস্ট রবিবার চট্টগ্রামের বাকলিয়াস্থ সিলভার প্যালেস কমিউনিটি সেন্টারে “স্বাস্থ্যবান শিশুদের প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান-২০২৩” টেকনিক্যাল কো-অর্ডিনেটর (সিইএসপি এন্ড আইওয়াশ) জনি রোজারিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি, নারীনেত্রী হাসিনা মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ১৭, ১৮, ১৯ নং ওয়ার্ডের সমন্বিত ৬ নং সংরক্ষিত আসনের সিটি ওয়ার্ড কাউন্সিলর শাহীন আক্তার রোজী এবং স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার (আই ওয়াস) খ্রীস্টপার কুইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন ১৮নং বাকলিয়া ওয়ার্ডের কমিউনিটি সুপারভাইজার সুজানা আফনান।
প্রধান অতিথি হাসিনা মহিউদ্দিন বলেন, বাসযোগ্য সুন্দর ও হেলদিসিটি গড়তে সকলের সমন্বিত চেষ্টা থাকতে হবে। সরকার, সিটি কর্পোরেশন এবং ওয়ার্ল্ড ভিশনসহ এনজিওদের পাশাপাশি নগরবাসী এগিয়ে আসতে হবে। স্বাস্থ্যবান শিশুদের অবদানের কথা স্বীকার করে তিনি বলেন, তারাই বিশ্বদরবারে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করবে। কাউন্সিলর শাহীন আক্তার রোজী হাফেজনগরকে বর্জ্যমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেন। টেকনিক্যাল কো-অর্ডিনেটর জনি রোজারিও। ওয়ার্ল্ড ভিশনের আঁখি আক্তার, অর্চ্যুতানন্দ চক্রবর্তী ও ইমন খন্দকারকে চাইল্ড এম্বাসেডর হিসেবে ঘোষণা করেন। অনুষ্ঠানে ৩৭৭০জন শিশুকে উপহার প্রদান করা হয়।
কর্মসূচীতে ছিল আলোচনা সভা, নাটিকা, নৃত্য, সংগীত পরিবেশন, উপহার প্রদান ইত্যাদি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর