আইআইইউসিতে নির্মিত হচ্ছে কমিউনিটি হাসপাতাল


অনলাইন ডেস্কঃ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) নির্মিত হচ্ছে কমিউনিটি হসপিটাল। কুয়েতের আবদুল্লাহ আল-নুরী চ্যারিটি অর্গানাইজেশনের অর্থায়নে সংস্থাটির বাংলাদেশী পার্টনার আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে হাসপাতালটি নির্মাণ করা হচ্ছে। শনিবার (১ জুন) কমিউনিটি হাসপাতালটির ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন ফিলিস্তিনী জনগণের উপর ইসরাইলী গণহত্যা ও সীমাহীন আগ্রাসনের বিরুদ্ধে আইআইইউসি উপাচার্যের বিবৃতি

এসময় উপস্থিত ছিলেন আইআইইউসি উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন, আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও পারচেজ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, বিওটি সদস্য আলহাজ্ব মো. ইসমাইল মিয়া, আইআইইউসির উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মওলা, ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মো. মাহি উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ, শরীয়াহ অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ মোস্তফা কামিল, রেজিস্ট্রার আ ফ ম আখতারুজ্জামান কায়সার, প্রক্টর মো. ইফতেখার উদ্দিন, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ছরওয়ার আলম, বিদেশ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. মাহফুজুর রহমান, পিএন্ডডিডির ভারপ্রাপ্ত পরিচালক মোঃ ইফতেখারুল আলম, বিদেশ বিভাগের সহকারী কো-অর্ডিনেটর আব্দুর রহিম এবং আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চিফ একাউন্টেন্ট মুহাম্মদ বোরহান উদ্দিন সহ শিক্ষক কর্মকর্তা বৃন্দ।


Related posts

ফটিকছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বাসস্থান হস্তান্তর করেন বাংলাদেশ সেনাবাহিনী

Chatgarsangbad.net

এবার গান গেয়ে গেয়ে চট্টগ্রামে যুবককে পিটিয়ে হত্যা

Chatgarsangbad.net

উসূলে সা’বা: প্রসঙ্গ মাহে রমজান

Chatgarsangbad.net

Leave a Comment