আজ ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় আহত কলেজ ছাত্র নিহত


মুহাম্মদ আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধিঃ
চন্দনাইশ উপজেলার বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র আরমান হোসেন (২০) দুর্ঘটনার ৯ দিন পর অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে। জানা যায়, উপজেলার কাঞ্চন নগর আব্বাস পাড়ার মৃত হাসমত আলীর ছেলে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র আরমান হোসেন গত ১৮ জানুয়ারি চট্টগ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ে আসার পথে মইজ্জার টেক এলাকায় গাড়ি থেকে ছিটকে পড়ে আহত হয়। তাকে মুমূর্ষ অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হলে দীর্ঘ ৯ দিন চিকিৎসারত অবস্থায় গত ২৬ জানুয়ারি রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। গত ২৭ জানুয়ারি আরমানের লাশ তার গ্রামের বাড়িতে আসলে স্বজনদের আহাজারিতে এলাকার আশপাশের আকাশ বারি হয়ে উঠে। দুপুরে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর