Uncategorized

আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পর্যবেক্ষনের উদ্দেশ্যে সিটি মেয়রের দক্ষিণ কোরিয়া যাত্রা


ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটন

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পর্যবেক্ষনের উদ্দেশ্যে মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে অভ্যন্তরীন একটি ফ্লাইটে ঢাকায় রওনা হয়েছেন।

বিমান বন্দরে সিটি মেয়রকে বিদায় জানান চসিকের ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটন, ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, অধ্যাপক মো. ইসমাইল, জহর লাল হাজারী, আবদুস সালাম মাসুম, আতাউল্লাহ চৌধুরী, নুর মোস্তফা টিনু, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ, তত্তাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, নির্বাহী প্রকৌশলী মির্জা ফজলুল কাদের, সিবিএ’র ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুল আলম চৌধুরী,বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী সাইফুল করিম চৌধুরীসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

মেয়র ঢাকা থেকে সন্ধ্যা ৭টায় দক্ষিণ কোরিয়ারর পথে রওনা হবেন। মেয়র রেজাউল করিম চৌধুরী আগামী ১৭ জানুয়ারি দেশে ফিরবেন বলে কথা রয়েছে।

সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী দক্ষিণ কোরিয়া অবস্থানকালে রামপুর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আবদুস সবুর লিটন ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব পালন করবেন। সিটি মেয়রের সফর সঙ্গী হিসেবে রয়েছেন চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।


Related posts

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে এতিমদের মাঝে আব্দুল কৈয়ুম চৌধুরী’র খাবার বিতরণ

Chatgarsangbad.net

“দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে দেশ ভয়াবহ সংকটে”

Chatgarsangbad.net

মেট্রোরেল স্টেশনের ধ্বংসলীলা দেখে কাঁদলেন প্রধানমন্ত্রী

Md Maruf

Leave a Comment