অনলাইন ডেস্কঃ বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে ফের বেড়েছে তাপমাত্রা। গত কয়েক দিনের তাপ প্রবাহে হাঁসফাঁস দেখা দিয়েছে নগরবাসীর। আগামি কয়েকদিন এই তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১১ অক্টোবর) সংস্থাটির দেওয়া তথ্য থেকে জানা গেছে, গত চারদিনের ব্যবধানে চট্টগ্রামে তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। গত ৭ অক্টোবর চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩১ দশমিক ১ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৬ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু চারদিনের ব্যবধানে আজ চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৫ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে। গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের কোথাও কোনো বৃষ্টিপাত হয়নি। আজ বাতাসের আদ্রতা ৮৭ শতাংশ রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
আরও পড়ুন জেনে নিন আবহাওয়ার খবর
পূর্বাভাস অনুযায়ী, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। আগামি কয়েকদিন পর মৌসুমি বায়ু একেবারেই নিষ্ক্রিয় হয়ে যাবে। আজ চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে; সেই সাথে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। শুক্রবার (১৩ তারিখ) পর্যন্ত এই পূর্বাভাস সক্রিয় থাকতে পারে।
Leave a Reply