ভর্তি পরীক্ষার তারিখ দিয়েছে চবি


অনলাইন ডেস্কঃ দেশের সরকারি উচ্চ বিদ্যাপীঠগুলোর মধ্যে অন্যতম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২ মার্চ। রবিবার (১০ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২-১০ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় উপাচার্যের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন ‘আটাশে চবিসাস, প্রাণখোলা উচ্ছ্বাস’

এসময় বিশ্ববিদ্যালয় উপ উপাচার্যসহ বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন। সভায় ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ ছাড়াও ভর্তি সংক্রান্ত সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

প্রসঙ্গত, ৪টি ইউনিট ও ২টি উপ ইউনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। এর মধ্যে ‘এ’ ইউনিটের অধীনে বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ, ‘বি’ ইউনিটের অধীনে কলা ও মানববিদ্যা অনুষদ, ‘সি’ ইউনিটের অধীনে ব্যবসায় প্রশাসন অনুষদ এবং ‘ডি’ ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদের অধীন বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র; বাংলানিউজ২৪


Related posts

সীতাকুণ্ড জেলেপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় ১৩টি বসতঘর

Chatgarsangbad.net

চন্দনাইশ প্রেস ক্লাবের আয়োজনে রমাদান ও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা এবং ইফতার মাহফিল

Chatgarsangbad.net

চন্দনাইশে ‘সিমস প্রকল্প’র নিরাপদ অভিবাসন বিষয়ক মিটিং সম্পন্ন

Chatgarsangbad.net

Leave a Comment