আজ ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ উদ্যোগে ফেনী বন্যা কবলিত এলাকায় উপহার সামগ্রী বিতরন


চন্দনাইশ প্রতিনিধিঃ

ফেনীর বন্যা কবলিত বিভিন্ন এলাকায় শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ–বাংলাদেশ, চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে গত ২৭ আগস্ট উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের সভাপতি অরূপ রতন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাসের নেতৃত্বে একটি প্রতিদিন দল ফেনীর বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় অসহায় ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল–চাল, ডাল, তেল, চিনি, আলু, চিড়া, মুড়ি, পানি ইত্যাদি।

এসময় উপস্থিত ছিলেন পরিষদের সহ–সভাপতি অধ্যাপক কৃষ্ণ প্রসাদ ধর, লায়ন ডা. কাজল কান্তি বৈদ্য, সজল চৌধুরী, সিনিয়র সদস্য অ্যাড. কবি শেখর নাথ পিন্টু, রুবেল দেব, দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ–সাধারণ সম্পাদক তাপস কুমার দে, ভবশংকর ধর, পুলক চৌধুরী, দেবব্রত পাল দেবু, উত্তম চক্রবর্তী, বিবেক চৌধুরী, আশীষ মিত্র, মাধায় চন্দ্র নাথ, তাপস দে, শিবু কান্তি দে, রাজীব দাশ প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর