আজ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

ডেকোরেটার্স শ্রমিক কর্মচারী ইউনিয়নের মে দিবস পালন চট্টগ্রাম মহানগর


দিদারুল আলম (দিদার)➤চাটগাঁর সংবাদ।

আজ মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৮৮৬ খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকার শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে এ দিবস বিশ্বব্যাপী পালিত হয়। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদযাপন দিবসও বলতে পারেন।পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে। ভারত ও বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে এই ১লা মে এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। তাইতো বাংলাদেশ সহ বিশ্বের প্রায় ৮০টি দেশে আজ সরকারী ছুটির দিন। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম মহানগর ডেকোরেটার্স শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আজ সকালে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করেছে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ডেকোরেটার্স মালিক সমিতির সভাপতি হাজী মোহাম্মদ সাহাবউদ্দিন সাধারণ সম্পাদক সাজেদুল আলম চৌধুরী মিল্টন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ ফরিদ সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিম আকরাম সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। র‌্যালীটি নগরীর কাজীর দেউড়ী মোড় প্রদক্ষিণ করে জামাল খানস্ত চট্টগ্রাম প্রেস ক্লাব সম্মুখে শেষ হয় এবং সেখানে উপস্থিত নেতৃবৃন্দ তাদের নিজের অভিমত ও বিভিন্ন অবিযোগ ব্যক্ত করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর