চাটগাঁর সংবাদ ডেস্ক: চট্টগ্রামে দমকা হাওয়াসহ মাঝারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রবিবার (১৬ জুলাই) আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানায় সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্যমতে, চট্টগ্রামে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একইরকম থাকতে পারে। গত ২৪ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খেপুপাড়ায় ৪১ মিলিমিটার। এ ছাড়া হাতিয়ায় ১৬, ভোলায় ১৫, কক্সবাজারে ১৩, সন্দ্বীপে ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সংস্থাটি বলছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।