আজ ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন-ভারতের মাধ্যমে চাপ প্রয়োগের চেষ্টা চালাচ্ছি: তথ্যমন্ত্রী


অনলাইন ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে চীন ও ভারতের মাধ্যমে চাপ প্রয়োগের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

শনিবার (২৬ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী সিনেট ভবনে ‘গণহত্যা ও ন্যায়বিচার:রোহিঙ্গা সংকটে বাংলাদেশের ভূমিকা’ শিরোনামে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘এটি একটি মানবিক সমস্যা যার সমাধান করা অতি জরুরি। কিন্তু আন্তর্জাতিক মহলের যেই চাপ সৃষ্টি করার কথা ছিল তারা সেটি করছে না।’

সেমিনারে সভাপতিত্ব করেন সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন)। উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান। এতে আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, ইউএনএইচসিআরের বাংলাদেশে নিযুক্ত প্রতিনিধি জোহানেস ভ্যান ডার ক্ল, নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী, অভিবাসন ও শরণার্থী বিষয়ক বিশ্লেষক আসিফ মুনীর এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস-এর পরিচালক (গবেষণা) ড. এম সঞ্জীব হোসাইন প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর