বিজয়ের মাস ডিসেম্বরে বঙ্গবন্ধুকে নিয়ে সাংস্কৃতিক উৎসব চট্টল ইয়ুথ কয়ারের


অনলাইন ডেস্কঃ বিজয়ের মাস ডিসেম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মাসব্যাপী সাংস্কৃতিক ও ছোটদের ক্রীড়া উৎসবের আয়োজন করতে যাচ্ছে চট্টল ইয়ুথ কয়ার।

শনিবার (১৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনটির প্রস্তুতি সভা সম্পর্কে
জানানো হয়। প্রতিবারের মতো এবারও চট্টল ইয়ুথ কয়ারের উদ্যোগে বাহির সিগন্যাল
সূর্যমুখী কিন্ডারগার্টেন হাইস্কুল মিলনায়তনে ১ ডিসেম্বর সকাল ১০টায় মাসব্যাপী বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব ও ছোটদের ক্রীড়া উৎসবের উদ্বোধন করা হবে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসবে সঙ্গীত, নৃত্য, চিত্রাঙ্কন ও আবৃত্তি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এখানে নার্সারি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা তিনটি গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহণ করতে পারবে।

উল্লেখ্য, উৎসব ও প্রতিযোগিতা ছাড়াও অনুষ্ঠানে ছোট আঁকিয়েদের আঁকা চিত্র
নিয়ে চিত্রপ্রদর্শনীর ব্যবস্থা থাকবে। এই চিত্রপ্রদর্শনীতে বাংলাদেশের যে কোনো
অঞ্চলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারেন। এক্ষেত্রে তাদের তাদের আঁকা চিত্র
লেমিনেটিং করে ২৭ নভেম্বরের মধ্যে সূর্যমুখী কিন্ডারগার্টেন হাইস্কুলে
এসে অনুষ্ঠান আয়োজকদের হাতে দিতে হবে। ৩১ ডিসেম্বর প্রতিযোগিতায়
অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ করা হবে।


Related posts

গোপালগঞ্জে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৫

Mohammad Mustafa Kamal Nejami

শিল্পপতি পারভেজ উদ্দীনের কোমরে দড়ি, ভাইরাল ফেসবুকে 

Chatgarsangbad.net

ইআবির অধিনে সারাদেশে কামিল পরীক্ষা শুরু

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment