আজ ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আনোয়ারায় চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.নুরুচ্ছফা সাধারণ সম্পাদক এম.নজরুল ইসলাম


সাদ্দাম হোসেন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার(৩১জুলাই) উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত ১১ সদস্য বিশিষ্ট এক বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

ঘোষিত কমিটির দায়িত্ব প্রাপ্তরা হলেন,চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.নুরুচ্ছফা,সহ-সভাপতি মো. শওকত ওসমান, প্রণতোষ দত্ত, আবদুল্লাহ আল হারুন, রণধীর দত্ত, এ কিউ এম সাইফুল্লাহ খান চৌধুরী, মোহাম্মদ রফিক চৌধুরী,সাধারণ সম্পাদক এম.নজরুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক এসকান্দর হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু সুলতান মানিক।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী বলেন, আগামী এক মাসের মধ্যে চাতরী ইউনিয়নে সভাপতি -সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন এবং ঘোষিত কমিটি আগামী ৩ বছর মেয়াদ কাল দায়িত্ব পালন করবেন।

আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী বলেন, চাতরী
ইউনিয়নের ঘোষিত কমিটি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। আশা রাখি নতুন কমিটি সংগঠনকে শক্তিশালী করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়কে নৌকা প্রতীকে জয়ী করতে অগ্রণী ভূমিকা পালন করবে।

দায়িত্ব প্রাপ্ত চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.নুরুচ্ছফা সাধারণ সম্পাদক এম.নজরুল ইসলাম বলেন,কমিটি পেয়ে আমরা খুবই আনন্দিত। এ জন্য আমরা আমাদের অভিভাবক বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সর্বদাই কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়কে নৌকা প্রতীকে জয়ী করতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব। আমরা দায়িত্ব প্রাপ্ত চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটি।

আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন আওয়ামী লীগ সহ দলের সমর্থকরা তাদেরকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে অভিনন্দন জানিয়ে নতুন দায়িত্বপ্রাপ্তদেরকে সামনে এগিয়ে গিয়ে দলকে শক্তিশালী করতে আহবান জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর