আজ ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: সড়ক দূর্ঘটনা নিয়ন্ত্রণ বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করছেন অনুপম আনন্দ।

নগরীতে আধুনিক প্রযুক্তিনির্ভর গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা আনতে চায় চসিক


অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম নগরীতে সড়ক দুর্ঘটনা কমাতে আধুনিক প্রযুক্তিনির্ভর গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা প্রণয়ন করতে চায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

বুধবার (৩০ আগস্ট) এ বিষয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে সংস্থাটির কার্যালয়ে। মেয়রের অফিস কক্ষে কানাডিয়ান প্রতিষ্ঠান লজিক আইটি গ্লোবালের বিপণন প্রধান অনুপম আনন্দ এ বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেছেন।

সভায় জানানো হয়, হাইওয়ে এবং ফ্লাইওভারে অতিরিক্ত গতির যানবাহন সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। উন্নত বিশ্বের আদলে আধুনিক প্রযুক্তিনির্ভর গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহার করে চট্টগ্রামে সড়ক দূর্ঘটনা কমানো সম্ভব। ক্লাউডনির্ভর ক্যামেরা সিস্টেম ব্যবহার করে স্বনিয়ন্ত্রিতভাবে অতিরিক্ত গতির গাড়ি চিহ্নিত ও প্রযোজ্য ক্ষেত্রে জরিমানা করা সম্ভব যা সড়ক দূর্ঘটনায় হতাহতের সংখ্যা কমিয়ে সড়ক যোগযোগকে নিরাপদ করবে।

সভায় উপস্থিত ছিলেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেমসহ প্রকৌশলীবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর