৫’শ শীতার্তকে ‘দূর্বার তারুণ্য’র শীতবস্ত্র দিলেন চসিক মেয়র


অনলাইন ডেস্কঃ পাঁচশ শীতার্তের হাতে দূর্বার তারুণ্য ফাউন্ডেশনের সহায়তায় শীতবস্ত্র তুলে দিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধায় টাইগারপাস এলাকায় সংগঠনটির ‘শীতের আমেজ-০২’ নামের শীতবস্ত্র বিতরণ প্রজেক্ট উদ্বোধন করার পর বিভিন্ন রাস্তা ঘুরে বিভিন্ন বয়স ও পেশার মানুষদের মাঝে মেয়র শীতবস্ত্র বিতরণ করেন।

আরও পড়ুন চসিকের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন: বাদ পরা শিশুরা ক্যাপসুল পাবে যেভাবে

এসময় মেয়র সমাজের বিত্তবানদের দরিদ্র জনগণের সহায়তায় এগিয়ে আসার
আহবান জানিয়ে বলেন, প্রতি বছরই তীব্র শীতে অনেক মানুষ প্রাণ হারান, অসুস্থ হয়ে পড়েন। সমাজের বিত্তবান শ্রেণি এগিয়ে আসলে শীতার্ত মানুষদের প্রাণ রক্ষা সম্ভব। কেবল কম্বল নয়, বয়স ভেদে শীতবস্ত্র করবো দান, বেঁচে থাকুক সকল প্রাণ; এই স্লোগানকে সামনে রেখে গতবছরের ন্যায় এবারও দুই হাজার মানুষকে শীতবস্ত্র বিতরণ করার লক্ষ্য নিয়ে সংগঠনটি কাজ করছে বলে জানান সংগঠনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আবু আবিদ।

এসময় আরও উপস্থিত ছিলেন শাওন ঘোষ, কামরুল ইসলাম, মেহরাজ উদ্দিন, সাকিফুল ইসলাম, সাফায়েত মোর্শেদ, আদনান সাকিবসহ দূর্বার তারুণ্যের নেতৃবৃন্দ।


Related posts

ন্যায়বিচারের ভিত্তিতে বরাদ্দ বাড়ান- রিজওয়ানা

Ariyan Chowdhury

ডলারের তদন্তে ডিজিটাল হুন্ডি চক্রের সন্ধান পেলো সিআইডি

Chatgarsangbad.net

বাংলাদেশ আওয়ামী লীগের হৃদয়ে-চেতনায় বাংলাদেশ: চসিক মেয়র

Chatgarsangbad.net

Leave a Comment