‘৬৫ হাজার শিক্ষার্থীকে দক্ষ মানবসম্পদে পরিণত করছে চসিক’


অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনর (চসিক) মাধ্যমে ৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৬৫ হাজার শিক্ষার্থী দক্ষ মানবসম্পদে পরিণত হচ্ছে। শিক্ষা বিস্তারে চসিকের এ বিনিয়োগ ও ভর্তুকি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। বৃহস্পতিবার (৭ নভেম্বর) টাইগারপাসের চসিক কার্যালয়ে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভায় মেয়র এসব কথা বলেন।

মেয়র বলেন, বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলোর মধ্যে একমাত্র চসিকই শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ব্যাপক বিনিয়োগ করে থাকে। বর্তমানে ৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৬৫ হাজার শিক্ষার্থীকে দক্ষ মানবসম্পদে পরিণত করছে চসিক।

আরও পড়ুন চট্টগ্রামে শিক্ষাবিপ্লব ঘটান নুর আহমদ: চসিক মেয়র

এক্ষেত্রে প্রতি বছর যে ভর্তুকি দিতে হয় সেটিকে আমি ব্যয় মনে না করে বিনিয়োগ মনে করি। কারণ শিক্ষার মাধ্যমে শিশুদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে তারা ভবিষ্যতে চট্টগ্রাম ও সর্বোপরি দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। এজন্য মেয়র হিসেবে আমি শিক্ষা খাতে বিনিয়োগ অব্যাহত রাখবো।

সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার, কাউন্সিলর জহর লাল হাজারী, মেয়রের একান্ত সচিব ও প্রধান শিক্ষা কর্মকর্তা আবুল হাশেম, গার্হস্থ অর্থনীতি সিটি কর্পোরেশন কলেজের অধ্যক্ষ আলম আখতার, পোস্তারপাড় আছমা খাতুন সিটি কর্পোরেশন মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা রাজিয়া, চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ সাহেদুল কবির চৌধুরীসহ পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ।


Related posts

ভারতীয় পণ্যবর্জনের ডাক দিয়ে দেশের বাজার অস্থিতিশীল ও দ্রব্যমূল্য বাড়ানোই বিএনপির উদ্দেশ্য: পররাষ্ট্রমন্ত্রী

Chatgarsangbad.net

বোয়ালখালীতে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

Chatgarsangbad.net

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment