প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ৪:০০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১, ২০২৩, ১১:১৪ অপরাহ্ণ
চন্দনাইশ বরমা কলেজে ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন

সৈয়দ শিবলী ছাদেক কফিল:
চন্দনাইশের বরমা ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ১ মার্চ বুধবার সম্পন্ন হয়। কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশের উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রতন সাহা, কলেজ গভর্নিং বডির সদস্য বলরাম চক্রবর্তী, এস এম সেলিম, জামশেদ মোহাম্মদ গউস রিকন, ডা. লোকমান হোসেন, জসিম উদ্দীন, সাইফুদ্দীন মিন্টু ও বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এইচ এম সৈয়দ হোসেন। অনুষ্ঠান সার্বিকভাবে পরিচালনা করেন প্রতিযোগিতা উপ—কমিটির আহবায়ক ও শরীরচর্চা শিক্ষক কাজী মাহমুদুর রহমান। এতে কলেজের শিক্ষকবৃন্দ, গণমাধ্যম ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। ১১টি ইভেন্টের প্রতিযোগিতায় কলেজের ছাত্র—ছাত্রীরা অংশগ্রহণ করে।
Copyright © 2025 Chatgar sangbad. All rights reserved.