সৈয়দ শিবলী ছাদেক কফিল:
১৮৮৩ সালে প্রতিষ্ঠিত চন্দনাইশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে চন্দনাইশ উপজেলা পরিষদের হ্যাট্রিক বিজয়ী চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল জব্বার চৌধুরী নির্বাচিত হয়েছেন। ইতোমধ্যে ২০ মার্চ অভিভাবক প্রতিনিধি ৫ জন; যথাক্রমে আবু জাফর, কামাল উদ্দীন তালুকদার, আনোয়ারুল ইসলাম, মো. হেলাল মিয়া ও সাজেদা এবং শিক্ষক প্রতিনিধি পদে সমীরণ দত্ত, মো. নুরুল হোসেন ও শিউলী দে নির্বাচিত হন।
এছাড়াও পদাধিকার বলে প্রধান শিক্ষক এ এইচ এম সৈয়দ হোসেন সম্পাদকের দায়িত্ব পালন করবেন। নির্বাচিত সদস্য ও সম্পাদকের অংশগ্রহণে “এসএমসি নির্বাচন ২০২৩”- এর প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহার সভাপতিত্বে আজ ২৫ মার্চ সভাপতি নির্বাচনী সভায় শতভাগ ভোটে (সর্বসম্মতিক্রমে) তিনি (আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী) এসএমসি সভাপতি নির্বাচিত হন। ইতোপূর্বেও (২০১৮ সালে) তিনি সভাপতি নির্বাচিত হয়ে ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
Leave a Reply