Hom Sliderচট্টগ্রামবাংলাদেশ

চন্দনাইশে প্রতিবন্ধীদের সঙ্গীত-আবৃত্তি-চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত


চন্দনাইশ প্রতিনিধি: দেশের অন্যান্য স্থানের মত “অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপ প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা” এই প্রতিপাদ্যে চন্দনাইশ উপজেলায় উদযাপিত হয় ৩১তম আন্তর্জাতিক ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস। প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে পালিত কর্মসূচীর মধ্যে ছিল প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গীত, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা-পুরস্কার বিতরণ, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার ও সাদাছড়ি বিতরণ ইত্যাদি। অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তারের আন্তরিক সহযোগিতায় ৭ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ ফজলুল করিম, ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য অফিসার হাসান আহসানুল কবির, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সঞ্চিতা বড়ুয়া, সৈয়দ শিবলী ছাদেক কফিল ও ডিআরআরএ -এর কো-অর্ডিনেটর নুরুন্নবী হাসান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাঠ সুপারভাইজার শফিউল আজিম ও রোকসানা ইয়াসমিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চন্দনাইশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা সভাপ্রধান সেলিনা আক্তার রওশন চৌধুরী, শিক্ষানবিশ আইনজীবি প্রতিবন্ধী টাইসান আলম, শ্রাবনী দাশগুপ্ত, মো. সরওয়ার হোসেন প্রমুখ।


Related posts

নাইক্ষ্যংছড়িতে আনন্দে মুখর কৃষক, মাঠজুড়ে সোনালি ধানের হাসি

Saddam Hossain

লোহাগাড়ায় দুর্বৃত্তের গুলিতে আহত বাবা ও তার দুই ছেলে

Saddam Hossain

জলবায়ু সহনশীল চাষাবাদ সম্প্রসারণে গুরুত্ব পরিবেশমন্ত্রীর

Chatgarsangbad.net

Leave a Comment