আজ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশ দোহাজারী পৌরসভা ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শহীদের মনোনয়ন ফরম জমা


বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে আসন্ন পৌরসভা নির্বাচনে ২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী সাংবাদিক হাজী মোহাম্মদ শহীদুল ইসলাম মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
১৫ জুন উপজেলা নির্বাচনে অফিসারের কার্যালয়ে ফরম জমাকালে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, যুবলীগ নেতা জাগির হোসেন, মো. শফিউল আজম, উম্মর আলী, শহীদুল ইসলাম, সাংবাদিক যথাক্রমে, মো. আজিমুশ শানুল হক দস্তগীর, মো. আরফাত হোসেন, মুহাম্মদ জাবের বিন রহমান আরজু প্রমূখ। উল্লেখ্য যে, চন্দনাইশ উপজেলা দোহাজারী পৌরসভা ২০১৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর সীমানা জটিলতার কারণে দীর্ঘ ছয় বছর নির্বাচন অনুষ্ঠিত হয়নি। চন্দনাইশ উপজেলা ৮ টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত। এর মধ্যে দোহাজারী পৌরসভা ও‌ সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের সীমানা জটিলতার কারণে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। গত ৩১ মে তফসিল অনুযায়ী দোহাজারী পৌরসভায় আগামী ১৭ জুলাই ইভিএম পদ্ধতিতে ভোট গ্র২হণ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৮ জুন, মনোনয়ন পত্র বাছাই ১৯ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর