আজ ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে চন্দনাইশ বিএনপির দোয়া মাহফিল


চন্দনাইশ প্রতিনিধিঃ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা আশু রোগমুক্তি কামনায় চট্টগ্রামের চন্দনাইশে দোয়া মাহফিল ও মোনাজাত করেছে চন্দনাইশ বিএনপি ও সহযোগী সংগঠন। শুক্রবার (৯ আগস্ট) দুপুরে চন্দনাইশ পৌরসভাস্থ হযরত শাহ আমিনুল্লাহ (রাঃ) মাজার সংলগ্ন মসজিদে জুমার নামাজ শেষে এই দোয়ার আয়োজন করা হয়।

চন্দনাইশ পৌরসভা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক ইখতিয়ার হোসেন ইফতু এর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম। দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনজুরুল আলম, চন্দনাইশ উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মারুফ, চন্দনাইশ পৌরসভা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোরশেদুল আলম,শহিদুল ইসলাম, পৌরসভা বিএনপির সদস্য মুজিবুর রহমান, সেলিম, নাজিম উদ্দিন, মুন্সি, চন্দনাইশ পৌরসভা যুবদলের আহ্বায়ক আজম খান, সিঃ যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন ছোটন, পলিটেকনিকেল ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুল কালাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোনায়েম খান, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওলিউল হোসেন রুবেল, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাকিবসহ সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও শ্রমিকদলের অন্যান্য নেতৃবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর