চাটগাঁর সংবাদ ডেস্ক: ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম সিটি কর্পেোরেশনসহ (চসিক), সরকারি বেসরকারি সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জনসচেতনতা বৃদ্ধি করে কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। বৃহস্পতিবার (১৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।
ডেঙ্গু ভয়াবহ রূপ নিচ্ছে উল্লেখ করে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের আলাদা ওয়ার্ডে রেখে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন।
চেম্বার সভাপতি বলেন, ‘প্রতিদিন আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বাংলাদেশে ডেঙ্গুতে মৃত্যুর হার সবচেয়ে বেশি।’
এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৩ জন। মশাবাহিত এ ভাইরাস রোগ প্রতিরোধে প্রত্যেকের বাড়ির ছাদ, আঙিনা, নির্মাণাধীন ভবনের নিচতলা ও ছাদ, ডাবের খোসা, ফুলের টব ইত্যাদিতে যাতে পানি জমে না থাকে সেদিকে সংশ্লিষ্টদের প্রতি বিশেষ নজর রাখার অনুরোধ জানান তিনি।
চট্টগ্রাম সিটি করপোরেশনকে মশক নিধনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরির অনুরোধও জানান চেম্বার সভাপতি। পর্যাপ্ত পরিমাণ মশার ওষুধ সরবরাহ করে প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন মাহবুবুল আলম।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে শিশুদের মধ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়ার আশঙ্কা জানিয়ে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এডিশ মশা জন্মাতে পারে এরকম স্থানে ছাদে কিংবা টবে ও অন্যান্য স্থানে যাতে পানি জমে মশার বিস্তার না হতে পারে সেজন্য স্কুলের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও আহ্বান জানান তিনি।
তথ্যসূত্র: বাংলানিউজ২৪
Leave a Reply