বিশ্বসেরা গবেষকদের তালিকায় চবির ১৭৪ শিক্ষক


অনলাইন ডেস্ক

বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগের ১৭৪ জন গবেষক। আন্তর্জাতিক সংস্থা অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স প্রকাশিত ২০২৪ সালের র‌্যাঙ্কিংয়ে বিশ্বসেরা গবেষকদের মধ্যে জায়গা করে নিয়েছেন তারা।

জানা যায়, বিভিন্ন মানদণ্ড ও একাডেমিক অধ্যয়ন বিশ্লেষণ করে প্রতি বছর সারা বিশ্বের গবেষকদের তালিকা প্রকাশ করে থাকে অ্যালপার ডগার। এডি সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাঙ্কিং–২০২৪ এর প্রকাশিত তালিকায় বিশ্বের ২১৯টি দেশের ২২ হাজার ৭৯০টি বিশ্ববিদ্যালয়ের ১৪ লাখ ৪৩ হাজার ১০৪ জন গবেষক স্থান পেয়েছেন। এই তালিকায় বাংলাদেশের সরকারি–বেসরকারি ২০৪টি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার ৩৩ জন গবেষক স্থান পেয়েছেন। চবির ১৭৪ জনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সেরা দশজন গবেষক হলেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, রসায়ন বিভাগের প্রফেসর ড. এস এম. আবে কাউছার, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. আতিয়ার রহমান, মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ বিভাগের প্রফেসর ড. ননী গোপাল দাশ, প্রফেসর ড. এসএম শরীফুজ্জামান ও প্রফেসর ড. শাহাদাত হোসেন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. আবুল কাশেম, ইন্সটিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্সের প্রফেসর ড. মো. মোশাররফ হোসেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. রেজাউল আজিম ও রসায়ন বিভাগের প্রফেসর ড. এম জামাল উদ্দিন আহমেদ।


Related posts

সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারীর ইন্তেকাল

Mohammad Mustafa Kamal Nejami

নির্বাচন বানচালে হঠাৎ আক্রমণ আসতে পারে, বললেন প্রধান উপদেষ্টা

Ariyan Chowdhury

চন্দনাইশে ২ জন ইয়াবা ব্যবসায়ী-আ.লীগ সমর্থকসহ আটক ৩

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment