অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০তম ব্যাচের ‘বন্ধুমেলা’ ও পিকনিক আগামিকাল শুক্রবার (৯ ফেব্রুয়ারি)। এ উপলক্ষ্যে ৯ ফ্রেবুয়ারি সকাল ৮টায় নগরীর জমিয়তুল ফালাহ প্রাঙ্গণে আগ্রহীদের মিলিত হওয়ার কথা বলা হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, ইতোমধ্যে পিকনিকের আয়োজন সম্পন্ন হয়েছে। মীরসরাইয়ের অন্যতম পর্যটন কেন্দ্র মহামায়া হ্রদে এ পিকনিক অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন আমিলাইষে অমর একুশে বই মেলা ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার এর উদ্বোধন
২০তম ব্যাচের (অর্থনীতি-মঈনু) বন্ধুদের উদ্দেশে বলেছেন, ‘সুনীল জলরাশি তোমাদের নৌবিহার আর জলকেলিতে হিল্লোলিত হওয়ার জন্যে উন্মুখ। করের হাটের বনরানি হরিৎ পত্র আর লাল-সাদা-গোলাপী কসুমের ডালি সাজিয়ে তোমাদের প্রতীক্ষায়। চলে এসো কাল সকাল আটটায় জমিয়তুল ফালাহ প্রাঙ্গণে। হাতে হাত, পরাণে পরাণ রেখে গলায় গলা মিলিয়ে এসো মিলনের গান গাই।’
এদিনের অনুস্ঠান সূচিতে রয়েছে, সকাল সাড়ে আটটায় পিকনিক স্পটের যাত্রা শুরু হবে। ৯টায় গাড়ীতে নাস্তা পরিবেশন; ১২টায় মহামায়া লেকে নৌ-ভ্রমণ। এরপর সাড়ে ১২টায় মীরসরাইয়ের পাহাড়ী অঞ্চল করের হাটের উদ্দেশ্যে যাত্রা; ১টায় করের হাট ফরেস্ট রেস্ট হাউসে পৌঁছানো; এরপর ২টা পর্যন্ত জুমআর নামাজের বিরতি; ২টা থেকে ৩টা দুপুরের খাবার পরিবেশন; ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রিয়া প্রতিযোগীতা; ৫টায় চা চক্র; ৫টা ১৫ মিনিটে র্যাফেল ড্র; ৬টায় পিকিনিকের সমাপ্তি ও চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা।
Leave a Reply