বণ্যাঢ্য আয়োজনে কর্ণফুলীতে শেখ রাসেল দিবস উদযাপিত


কর্ণফুলী প্রতিনিধি, চট্টগ্রামঃ শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে ‘শেখ রাসেল দিবস’ উদযাপন করেছে কর্ণফুলী উপজেলা প্রশাসন।

বুধবার (১৮ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলায় বণ্যাঢ্য র‌্যালি বের করা হয়। ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ প্রতিপাদ্য নিয়ে রাষ্ট্রীয়ভাবে তৃতীয়বারের মতো সারাদেশে ‘শেখ রাসেল দিবস ২০২৩’ উদযাপন করা হচ্ছে।

আজ কর্ণফুলী উপজেলা প্রশাসন দিবসটি উপলক্ষ্যে শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত সকল শহিদের স্মরণে ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

এদিন শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পিষুষ কুমার চৌধুরীর সভাপতিত্বে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমির আহমদ, বীর মুক্তিযোদ্ধা এম এন ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. রুম্মান তালুকদার, পরিবার পরিকল্পনা অফিসার, ডা. সোমা চৌধুরী, উপজেলা প্রকৌশলী জাহেদুল আলম চৌধুরী, যুব ক্রীড়া কর্মকর্তা এনামুল হক, সমাজ সেবা কর্মকর্তা সবুর আলী,
সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ আমাতুল্লাহ আরজু। আরো উপস্থিত ছিলেন রেখা রাণী দাশ, ফাতেমা জান্নাত স্বর্ণা, মনোয়ারা বেগম ও উপজেলার বিভিন্ন বিদ‍্যালয়ের শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সাথে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল।

আলোচনা সভার শেষে প্রাথমিক ও মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের মাঝে কুইজ, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কৃত করা হয়।


Related posts

‘মেড ইন বাংলাদেশ সপ্তাহ-২০২২’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

Chatgarsangbad.net

প্রাণের পতেঙ্গা সামাজিক সংগঠনের ইফতার পেল ২০০ পথচারী

Chatgarsangbad.net

চট্টগ্রাম ইপিজেডে বাসে আগুন

Chatgarsangbad.net

Leave a Comment