আজ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আদম তমিজী হক। ছবি : সংগৃহীত

আদম তমিজী হকের বিরুদ্ধে মামলা


অনলাইন ডেস্ক

হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজী হকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গত বুধবার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানায় রাষ্ট্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে এ মামলা হয়েছে।

শুক্রবার দক্ষিণখান থানার ওসি মো. সিদ্দিকুর রহমান জানান, গত ১৫ নভেম্বর আদম তমিজী হকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলাটি হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈম বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলার বিষয়ে ওসি বলেন, আদম তমিজী হকের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীকে অপমান, অপদস্থ করার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রচারের অভিযোগও আছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর