Hom Sliderবাংলাদেশ

সঙ্গে রাখুন ছাতা


অনলাইন ডেস্কঃ এখন বর্ষাকাল না হলেও বৈশ্বিক জলবায়ূ পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে খেয়াল বদলেছে প্রকৃতির, অসময়ে পড়ছে বৃষ্টি, আবার পরক্ষণেই কড়া রোদ। তাই বাইরে বেরুলেই সঙ্গে রাখুন প্রয়োজনীয় ব্যবস্থা, হাতে  কিংবা ব্যাগে রাখতে পারেন ছাতা অথবা রেইন কোট।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্যানুযায়ী, আজ মঙ্গলবার (৩ অক্টোবর) চট্টগ্রামসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী, ভারী ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন আবহাওয়ার সুসংবাদ দুঃসংবাদ

গতকাল সোমবার (২ অক্টোবর) চট্টগ্রামে ১৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিন সবচেয়ে বেশি ৬৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে টেকনাফে। আগামিকাল বুধবার (৪ অক্টোবর) এবং বৃহস্পতিবার (৫ অক্টোবর) সারাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অফিস। পরবর্তী কয়েকদিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

আগামি কয়েকদিনে তাপমাত্রা আরও খানিকটা কমতে পারে। গত ২৪ ঘন্টায় দেশে সবচেয়ে বেশি তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছিলো চাঁদপুরে এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস ছিলো বান্দরবানে।


Related posts

সম্রাট আকবরের দ্বীনে ইলাহী ও মুজাদ্দিদে আলফেসানি রহমাতুল্লাহি আলায়হির ঘটনা

Chatgarsangbad.net

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত এক পল্লী বিদ্যুৎ কর্মী

Chatgarsangbad.net

ইরান কোনো দুর্বৃত্তের কাছে মাথানত করবে না: ইরানের প্রেসিডেন্ট

Saddam Hossain

Leave a Comment