আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রতীকি ছবি

চট্টগ্রাম বিভাগের ৮ জেলায় আ. লীগের প্রার্থী যারা


আগামি ১৭ অক্টোবর দেশের ৬১টি জেলায় অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন। এরই মধ্যে মনোনয়ন যাচাই বাছাই শেষে ৬০ জেলার প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামীলীগ। এবার চট্টগ্রাম বিভাগে নির্বাচন হবে ৮ জেলায়।  ৩ পার্বত্য জেলা বাদ দিয়ে নির্বাচন অনষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জেলা পরিষদ প্রতিষ্ঠার ১৬ বছর পর ২০১৬ সালে স্থানীয় সরকারের এ প্রতিষ্ঠানে প্রথমবারের মতো নির্বাচন হয়। গত বছর মেয়াদ শেষ হলেও আইন সংশোধনের প্রক্রিয়ার কারণে দ্বিতীয় নির্বাচনও দেরিতে হচ্ছে।

এ ভোটের মাধ্যমে জেলা পরিষদের চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য নির্বাচন করা হবে। এ নির্বাচনে ভোট দিতে পারেন কেবল ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশনের নির্বাচিত প্রতিনিধিরা।

আগামি ১৭ তারিখ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক।

নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন চেয়েছেন ৫শ জন। এরমধ্যে চট্টগ্রামে মনোনয়ন প্রার্থী ছিলেন ১৭ জন। সেখান থেকে যাচাই বাছাই শেষে মনোনয়নের চূড়ান্ত ঘোষণা আসে।

এবার চট্টগ্রাম বিভাগের ৮ জেলায় আওয়ালীগের মনোনয়ন পেয়েছেন চট্টগ্রামে এ টি এম পেয়ারুল ইসলাম, কক্সবাজারে মোস্তাক আহমদ চৌধুরী, ব্রাক্ষণবাড়িয়ায় আল মামুন সরকার, ফেনীতে খায়রুল বশর মজুমদার নোয়াখালীতে আবদুল ওয়াদুদ, লক্ষীপুরে মোঃ শাহজাহান, চাঁদপুরে মোঃ ইউছুফ গাজী ও কুমিল্লায় মফিজুর রহমান বাবলু। আসন্ন জেলা পরিষদ নির্বাচনে তাঁরা সবাই নৌকা প্রতীক নিয়ে লড়বেন।

চট্টগ্রামে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুস সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সহ-সভাপতি অধ্যাপক মো. মাঈনুদ্দিন, এটিএম পেয়ারুল ইসলাম, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উত্তর, বিজয় মেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আবু সুফিয়ান, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন আহমেদ রবি, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, কৃষিবিষয়ক সম্পাদক অ্যাড. আবদুর রশিদ, আওয়ামী লীগ নেতা লায়ন শামসুল হক, মো. ইদ্রিছ, আবু সাঈদ ও সাবেক ছাত্রনেতা মো. ওসমান গনি চৌধুরী।

এই ১৭ জনের মধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, ফটিকছড়ির সন্তান এটিএম পেয়ারুল  ইসলাম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর