আজ ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি: বুলবুল একাডেমিতে মাসব্যাপী উৎসবে অংশগ্রহণকারীদের ক্রেস্ট সম্মাননা

প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের সম্মাননা দিলো বুলবুল একাডেমি


অনলাইন ডেস্কঃ মাসব্যাপী প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কৃত করেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী নৃত্যকলা প্রশিক্ষণ কেন্দ্র বুলবুল একাডেমী।

রবিবার (১৬ সেপ্টেম্বর) সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান এডাডেমী পরিচালক বিশিষ্ট আবৃত্তি শিল্পী প্রত্যাশা বড়ুয়া। এসময় প্রায় ৫০জন অংশগ্রহণকারীদের মধ্যে ক্রেষ্ট প্রদান করা হয়।

প্রত্যাশা বড়ুয়া বলেন, ‘প্রকৃত পক্ষে গ্রাম পর্যায়ে নৃত্য চর্চা বর্তমানে খুব কঠিন। নৃত্য কর্মের প্রসারের ক্ষেত্রে আর্থিক বিষয়টি জড়িত। তাই ইচ্ছা থাকলেও গ্রাম পর্যায়ের
প্রতিভাবান নৃত্য শিল্পী অকালে ঝড়ে যায়। এ ধরণের প্রতিভাবান নৃত্য শিল্পীদেরকে
গ্রাম থেকে তুলে আনার দায়িত্ব নিয়ে কাজ করছে বুলবুল একাডেমী। এ কর্মসূচীকে বাস্তবায়ন করার লক্ষ্যে শুরু হয়েছে মাসব্যাপী এই বুলবুল নৃত্য উৎসব।’

নৃত্য পরিচালক মোহাম্মদ হোসেন মধু’র সভাপতিত্বে ঝর্ণা দাশের সঞ্চালনায় বক্তব্য
রাখেন অরুণ চন্দ্র বণিক, লায়ন সুজিত দাশ অপু, কয়ার বন্ধু সুজিত চৌধুরী
মিন্টু, অভিভাবক ফোরামের শীলা বড়ুয়া, অমৃত লাল বড়ুয়া, মো. দেলোয়ার
হোসেন প্রমূখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর