আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি: পৌরসভার বাজেট ঘোষণা করছেন মেয়র আইয়ুব বাবুল।

পটিয়া পৌরসভার বাজেেট ঘোষণা


ফারুকুর রহমান বিনজু, পটিয়াঃ ২০২৩-‘২৪ সালে পটিয়া পৌরসভার জন্য ৬৪ কোটি ৬ লাখ ৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩১ জুলাই) দুপুরে পৌরসভার মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজেট ঘোষণা করেছেন মেয়র মো. আইয়ুব বাবুল।

বাজেটে উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৪৪ কোটি ৫০ লাখ টাকা। এরমধ্যে মধ্যে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে ১৯ কোটি ৫৬ লাখ ৫ হাজার টাকা।

এসময় মেয়র আইয়ুব বাবুল বলেন, ‘এ অর্থবছরের বাজেটে কোনো রকম করারোপ রাখা হয়নি।। পৌরসভার জন্য ২০২৩-২০২৪ সালের বাজেটে জলবদ্ধতা দূরীকরণ, খাল খনন, পানি নিস্কাশন, ডাম্পিং ষ্টেশন, বর্জ্য ব্যবস্হাপনা, সুপেয় পানি সরবরাহ, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, ব্রীজ-কালভাট, বন্যা প্রতিরোধ বাঁধ নির্মাণ, রাস্তাঘাট, খাতে বেশি ব্যয় ধরা হয়েছে।

এছাড়া যাত্রী ছাউনি, পুকুরের সৌন্দর্য বর্ধনকরণ ও ওয়াকওয়ে নির্মাণসহ বিভিন্ন খাতে পর্যাপ্ত ব্যয় বরাদ্দ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন পটিয়া পৌর কাউন্সিলর ইঞ্জিনিয়ার রুপক কুমার সেন, গোফরান রানা, কামাল উদ্দিন বেলাল, শফিউল আলম, বুলবুল আকতার, ফেরদ্দৌস বেগম, ইয়াছমিন আকতার, পৌর সচিব নেজামূল হক, সহকারী প্রকৌশলী মিজানু রহমান খন্দকার, হিসাব রক্ষক হারুন অর রশিদ প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর