অনলাইন ডেস্কঃ বন্ধ শ্রমবাজার ব্রুনেই-কুয়েতের দরজা ফের খোলা হচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। রবিবার (২১ এপ্রিল) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি। দ্বাদশ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর এই প্রথম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নতুন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী। এসময় তার সাথে ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন। সভা সঞ্চালন করেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মামুনুর রহমান।
ব্রুনেই-কুয়েতের শ্রমবাজার সম্পর্কে এসময় সচিব রুহুল আমিন বলেন, ‘বন্ধ শ্রমবাজার ব্রুনেইয়ে কর্মী পাঠানো আবার শুরু করতে আলোচনায় অগ্রগতি হয়েছে। এ ছাড়া বন্ধ শ্রমবাজার কুয়েত স্বাস্থ্যকর্মী (নার্স) নিয়োগের চাহিদা জানিয়েছে। ইতোমধ্যে তাদের প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে।’
আরও পড়ুন নতুন শ্রমবাজার খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর
নতুন সরকারের প্রথম ১০০ দিনের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্জন তুলে ধরে সচিব আরো বলেন, ‘অভিবাসন জটিল বিষয়। এটি এক দেশের ওপর নির্ভর করে না। এতে দুই দেশ যুক্ত থাকে। জর্ডান, মাল্টায় কর্মী পাঠানোর চুক্তি চূড়ান্তের দিকে আছে। মরিশাসে নতুন করে কর্মী পাঠানোর বিষয়টিও প্রায় চূড়ান্ত।’
জানা গেছে, আগামিকাল সোমবার (২২ এপ্রিল) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশ সফরে আসলে দেশটিতে কর্মী পাঠানো নিয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে প্রবাসীকল্যাণ সচিব বলেন, ‘কর্মী নিয়োগ নিয়ে ১৯৮৮ সালে করা একটি চুক্তি আছে কাতারের সঙ্গে। এর আওতায় পেশাদার বিভিন্ন খাতে দক্ষ কর্মী যাচ্ছে দেশটিতে। তবে অদক্ষ শ্রমিকের চাহিদা নেই। এখন দেশটিতে আছে চার লাখ বাংলাদেশি কর্মী। নতুন করে কর্মী পাঠানোর সুযোগ তৈরি করা, দুই দেশের মধ্যে তথ্য বিনিময়, দেশটিতে থাকা প্রবাসীদের সহায়তা করা, নতুন সম্ভাবনা খুঁজে বের করতেই নতুন করে একটি সমঝোতা স্মারক সই করা হচ্ছে।’
এসময় প্রতিমন্ত্রী শফিকুর রহমান বলেন, ‘দক্ষ কর্মী পাঠালে দেশেরও সুনাম, বিদেশেও সুনাম। বেশি করে দক্ষ কর্মী পাঠাতে সরকার কাজ করছে।’
তথ্যসূত্র: প্রথম আলো
Leave a Reply