আজ ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঁশখালীতে ইটভাটা মালিককে অর্থদণ্ড ১ লাখ


বাঁশখালী প্রতিনিধি: বাঁশখালীতে কৃষি জমির মাটি ব্যবহারসহ বিভিন্ন অভিযোগে করায় এনটিবি ব্রিকসের মালিক আলী নেওয়াজ চৌধুরীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২ ফ্রেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চাম্বল ইউনিয়নের এনটিবি ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়।

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান জানান, নানা অপরাধে বাঁশখালীর এনটিবি ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনে এই অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে, চাম্বল ইউনিয়ন ভূমি অফিসে এক দালালকে আটক করা হয়। পরে তাকে জরিমানা করা হয় ও মুচলেকা নেওয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর