চাকরি ডেস্কঃ কক্সবাজারে ‘কর্মসূচি সংগঠক‘ পদে নয়োগ দিচ্ছে স্বনামধন্য এনজিও ব্র্যাক।
খালি পদঃ নির্দিষ্ট নয়
জব কনটেক্সটঃ গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC) - এর অর্থায়নে এবং ILO ও UNCHR এর সহযোগিতায় ব্র্যাক "Improving Skills and Economic Opportunities in Cox`s Bazar (ISEC)" নামে একটি নতুন দক্ষতা উন্নয়ন ও জীবিকায়ন প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করেছে যেখানে আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম কক্সবাজার জেলার স্থানীয় ২৫০০টি অতি-দরিদ্র পরিবারের জীবিকা উন্নয়ন এবং জেন্ডার-সংবেদনশীল ও বাজার প্রাসঙ্গিক দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদেরকে অতি-দরিদ্র অবস্থা থেকে উত্তরণের জন্য কাজ করবে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য ব্র্যাক আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম নিম্নলিখিত পদে কাজ করতে আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিকট হতে আবেদনপত্র আহবান করছেঃ
চাকরির দায়িত্বসমূহঃ কর্মসূচির নিয়মানুযায়ী লক্ষ্যভুক্ত জনগোষ্ঠী (ইউপিজি সদস্য) নির্বাচন করে যথাসময়ে প্রশিক্ষণ প্রদান করার মাধ্যমে নির্বাচিত সদস্যদের কর্মসূচিতে অর্ন্তভূক্তি নিশ্চিত করা।
নির্ধারিত সময়ের মধ্যে সদস্যদের মানসম্মত সম্পদ হস্তান্তর এবং সহজশর্তে সুদমুক্ত ঋণ বিতরণের মাধ্যমে মানসম্মত সম্পদ নিশ্চিত করা।
সদস্যদের মাঝে বিতরণকৃত সহজশর্তে সুদমুক্ত ঋণ এর কিস্তি ও সঞ্চয় যথাসময়ে সংগ্রহ করা।
কর্মসূচির নিয়মানুযায়ী কর্মপরিকল্পনা প্রস্তুত করে ইউপিজি সদস্যদের পাক্ষিক গ্রুপ ভিজিট ও পাক্ষিক হোম ভিজিটের মাধ্যমে সদস্যদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা।
কর্মসূচির নিয়মানুযায়ী ইউপিজি সদস্য ও তার পরিবারের সদস্যদের চাহিদা অনুযায়ী চিকিৎসা সেবা প্রাপ্তি নিশ্চিত করা।
সদস্যদের বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্যগত বিষয়ে সচেতনতামূলক শিক্ষা প্রদানের মাধ্যমে তাদেরকে সচেতন ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলা ।
নিয়মিত ফলোআপের মাধ্যমে সদস্যদের সার্বিক অবস্থা পর্যালোচনা সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সদস্যদের অবস্থার উন্নতি সাধন করা এবং কর্মসূচির কাঙ্খিত ফলাফল অর্জন নিশ্চিত করা।
কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত সকল ডকুমেন্টস্ সঠিকভাবে পূরণ ও সংরক্ষণ করা এবং এমআইএস রিপোর্ট তৈরি করা।
চাকরির ধরনঃ চুক্তিভিত্তিক
শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ।
চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহঃ
বয়স সর্বনিম্ন ১৮ বছর
লাইভ্লিহুড/জীবিকায়ন সংক্রান্ত প্রকল্পে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
কক্সবাজারের আঞ্চলিক ভাষা ব্যবহারের দক্ষতা থাকলে তা প্রার্থীর অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
কর্মস্থলঃ কক্সবাজার
বেতনঃ আলোচনা সাপেক্ষ
কোম্পানীর সুযোগ সুবিধাদিঃ সংস্থার নিয়মানুযায়ী
আগ্রহীরা বিস্তারিত জানতে এই লিংকেhttps://jobs.bdjobs.com/bn/jobdetailsbn.asp?id=1174958&ln=2 ক্লিক করুন।
তথ্যসূত্র: বিডিজবস