আজ ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

দ্বিতীয়বার চন্দনাইশে সম্পন্ন হল বই বিনিময় উৎসব


সৈয়দ শিবলী ছাদেক কফিল:
চন্দনাইশের গাছবাড়িয়া সরকারি কলেজ মাঠে ২৬ ফেব্রুয়ারি রোববার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চন্দনাইশ সমিতি-ইউএই এর সহযোগিতায় “বই বিনিময় উৎসব ২০২৩”। এতে বিনিময় হয় সহস্রাধিক বই। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, কুইজ, বুক রিভিউ, বুক ফটোগ্রাফি প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এসময়ে স্বেচ্ছাসেবী সংগঠন “শিখর” ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করে।
পড়া হয়ে গেছে, এমন বইটি জমা দিয়ে নেয়া যাবে অন্য কোনো বই। ‘আসক্তি হোক বইয়ে, মাদকে নয়’-এ স্লোগানে ঢাকা ও চট্টগ্রামের পর চন্দনাইশে ভাষার মাসে দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত হলো ভিন্নধর্মী এক বই উৎসব।

চন্দনাইশ সমিতি-ইউএই এর সহযোগিতায় “বই বিনিময় উৎসব ২০২৩” রোববার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গাছবাড়িয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এ বই উৎসব। এতে বিনিময় হয়েছে হাজারেরও অধিক বই।

বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, কুইজ, বুক রিভিউ, বুক ফটোগ্রাফি প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শিখর স্বেচ্ছাসেবী সংগঠন অনুষ্ঠানে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করে।
ভাষাসৈনিক আবুল কালাম আজাদের পুত্র লেখক, গবেষক ও শিক্ষক শাহজাহান আজাদের সভাপতিত্বে বই বিনিময় উৎসবে প্রধান অতিথি ছিলেন গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রনজিৎ কুমার দত্ত। প্রধান বক্তা ছিলেন গাছবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. সুব্রত বরন বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন কবি আবু মুছা চৌধুরী, পিপিএস মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নুরুল হক চৌধুরী, উপজেলা কৃষকলীগের সভাপতি হুমায়ুন কবির মাস্টার, গাছবাড়ীয়া খাঁনহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি চৌধুরী আমির মোহাম্মদ সাইফুদ্দিন, চন্দনাইশ সমিতি-ইউএই এর অর্থ সম্পাদক মো. কামাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. মামুন, সহ-প্রচার সম্পাদক এম.এ রহিম, সাংবাদিক আবদুর রাজ্জাক, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, সাংবাদিক এম.এ হামিদ, প্রবীণ শিক্ষক মৃদুল কান্তি চৌধুরী, সাংবাদিক এস.এ.এম মুনতাসির, লেখক মাজাহার হেলাল প্রমুখ।

সাফাত বিন সানাউল্লাহ’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ওহিদুল আলম রাকিব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি বিনয় মিত্র (নিমফুল), সাধারণ সম্পাদক শফিউল আলম রাকিব, সাবরিনা আলম মুমু, সালমা সুলতানা পিংকি, মো. জোবায়েদ আলী সাজ্জিল, রাবিছা হক, উম্মে সালমা সামিয়া, আফরা নূর, তানজু আকতার, জান্নাতুল মাওয়া, নিলুফা আকতার, এ.বি.এস ফাহিম, জেসমিন, ফরহাদ ইবান, জাহেদুল ইসলাম, রিচি বড়ুয়া, তাহমিদ, নুর মোহাম্মদ সাকিব, কাজী তাহসীন, রাহাত উদ্দীন, আরিফুল ইসলাম, ফাহিম, মিনহাজ উদ্দীন, আনোয়ার ইসলাম, শান্তা ইসলাম, রিনা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর রনজিৎ কুমার দত্ত বলেন- জ্ঞাননির্ভর সমাজ গঠনে বই পাঠের বিকল্প নেই। আমাদের তরুণ শিক্ষার্থীদের মাঝে বই পড়ার আগ্রহ সৃষ্টি করছে চন্দনাইশ বই বিনিময় উৎসব উদযাপন পরিষদ। এটি একটি মহৎ উদ্যোগ তাদের সর্বাত্মক সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর