চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশের সাতবাড়ীয়া এলাকায় শ্যামল কান্তি নাথ (৪৮) নামে এক পত্রিকা হকারের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ আগষ্ট) দুপুরে স্থানীয় লোকজন সাতবাড়িয়া ইউপি’র এক নম্বর ওয়ার্ডের দেওয়াঞ্জী পাড়া এলাকার দাম্মো পুকুরের ঝোপঝাড় এর নিচে মরদেহ দেখতে পেয়ে শ্যামলের পরিবারকে জানালে তার পরিবারের সদস্যরা এসে মরদেহ শণাক্ত করেন। পরে থানায় খবর দিলে চন্দনাইশ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। শ্যামল ওই এলাকার পুলিন বিহারীর ছেলে। সে পেশায় পত্রিকার হকার ও জমি ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ছিল।
উল্লেখ্য, এর আগে শ্যামল দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিল। নিখোঁজের নবম দিনে পুকুরের ঝোপঝাঁড়ের নীচে তার মরদেহ পাওয়া যায়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, ‘লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
Leave a Reply