আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দোহাজারীর প্রথম পৌর মেয়র লোকমান হাকিম


নিজস্ব প্রতিবেদকঃ

বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে দীর্ঘ ৬ বছর পর প্রথমবারের অনুষ্ঠিত হয়েছে চন্দনাইশ উপজেলার দ্বিতীয় পৌরসভা দোহাজারীর নির্বাচন। এই নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে মেয়র প্রার্থী মো. লোকমান হাকিম। তিনি পেয়েছেন ১৯ হাজার ১০৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নারিকেল গাছ প্রতীকের প্রার্থী আবদুল্লাহ আল নোমান বেগ পেয়েছেন ২ হাজার ২৫৯ ভোট। ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী মো. জায়নুল আলম পেয়েছেন ১ হাজার ৯৭৯ ভোট। সোমবার (১৭ জুলাই) উপজেলার ভিডিও কনফারেন্স রুমে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এদিকে সকাল ৮টা থেকে শুরু হওয়া শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এসময় দেখা গেছে তীব্র গরম উপেক্ষা করে উৎসাহ উদ্দীপনায় ভোটাররা ভোটকেন্দ্রে এসে ভোট দিয়েছেন। শুরু থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোট শেষ হওয়ার পর পর্যন্ত পৌর এলাকার কোথাও কোনো অনিয়ম বা নির্বাচনী সংঘর্ষের খবর পাওয়া যায়নি। তবে এভিএমে ভুগান্তি ছিল বরাবরের মত।

পৌরসভার ৯টি ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর হলেন, ১ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আবদুল আজিজ (পাঞ্জাবী), ২নম্বর ওয়ার্ডে শাহআলম (ব্ল্যাক বোর্ড), ৩ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ জাাহঙ্গীর আলম (উটপাখি), ৪নম্বর ওয়ার্ডে পহর উদ্দীন (পাঞ্জাবী), ৫নম্বর ওয়ার্ডে মোহাম্মদ ইদ্রিছ (টেবিল ল্যাম্প), ৬নম্বর ওয়ার্ডে মোঃ মহি উদ্দীন (ডালিম), ৭নম্বর ওয়ার্ডে মো. আলমগীর (গাজর), ৮নম্বর ওয়ার্ডে চিত্র রঞ্জন বিশ্বাস (উটপাখি), ৯নম্বর ওয়ার্ডে মো. নাজিম উদ্দীন মাস্টার (টেবিল ল্যাম্প)।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২,৩ নম্বর ওয়ার্ডে মোছাম্মৎ আয়েশা আকতার (আনারস), ৪,৫,৬ নম্বর ওয়ার্ডে মমতাজ বেগম (চশমা), ৭,৮,৯ নম্বর ওয়ার্ডে রাজিয়া সুলতানা রাজু (চশমা)।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর