চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বড় কুমিরা ইউনিয়নের মরহুম আনিছ নেতার মৃত্যু বার্ষিকীতে গতকাল রাতে পারিবারিক ভাবে জেয়াপতের আয়োজন চলাকালীন হঠাৎ আনিছের ভাই নুরন্নবী বাহিরে লাইট দেওয়াকে কেন্দ্র করে মরহুম আনিছ নেতার ২ছেলে ও স্ত্রীর সাথে তর্কবিতর্ক শুরু করে। একপর্যায় নুরুন্নবী ও লিটন লাঠি নিয়ে হামলা করলে জেয়াফত অনুষ্ঠান পন্ড হয়ে যায়। এবং আনিছের ২ছেলে আকাশ,নিকাশ ও স্ত্রী আহত হয়। এসময় ৯৯৯এ কল দিলে ঘটনাস্থলে পুলিশ আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
ঘটনায় সীতাকুণ্ড আনিস নেতার পরিবারের পক্ষে অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিবে।স্থানীয় সূত্রে জানাযায় জায়গা জমি ও টাকা পয়সা নিয়ে বিরোধের জের ধরে এ হামলা হয়েছে। বিএনপি নেতা আনিছের মৃত্যুর কয়েক মাস আগেও তার ভাই লিটন পিটিয়ে আহত করে। আহতরা একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।চট্রগ্রাম শহরে বসবাসকারী আনিছ নেতার আর এক ছোট ভাই মো: জসীম উদ্দিন জানান তিনি জেয়াফতের দাওয়াত পেয়ে চট্টগ্রাম থেকে কুমিরা নিজ বাড়িতে আসে। কিন্তু তাদের মারামারিতে আর জেয়াফত খাওয়া হলনা।তিনি আরও জানান তাদের ছোট ভাই লিটন সবসময় উগ্র মেজাজ দেখিয়ে আমাদের উপর হামলা চালায়। তিনি ঘটনার নিন্দা জানান।তিনি পরিবার এর উভয়কে শান্ত থাকার আহবান করেনএবং পারিবারিক বৈঠক বা স্থানীয় প্রশাসনের মাধ্যমে সমস্যার সমাধান জোর দাবী জানান।
Leave a Reply