আহসান উদ্দিন পারভেজঃ
সাতাকানিয়ায় বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য ঞ দুবৃত্তায়ন বরদাস্ত করা হবে না। বিএনপি জামায়াতের হরতাল ও অবরোধের প্রতিবাদে সাতকানিয়া উপজেলা আওয়ামী মহিলা লীগের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব এ কথা বলেন। এসময় হরতাল-অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। সাতকানিয়া কেরাণীহাট হক টাওয়ারের সম্মুখে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেছেন সাতকানিয়া উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদিকা ও ভাইস চেয়ারম্যান আনজুমান আরা বেগম।
এসময় উপস্থিত ছিলেন কেওচিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ওচমান আলী, এওচিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আবু ছালেহ, বাজালিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান তাপস দত্ত, ধর্মপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান নাছির উদ্দীন টিপু, কাঞ্চনা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান রমজান আলী, সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন, পৌরসভা সেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল উদ্দীন প্রমূখ। উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আলীর সঞ্চালনায় বুধবার (০১ নভেম্বর) এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
Leave a Reply