নুরুল আবছার চৌধুরী:
হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গপূজা উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির উদ্যোগে গত শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন পূজা মণ্ডপ পৃথক পৃথক ভাবে পরিদর্শন করেছেন।
রাঙ্গুনিয়া পূজা উৎযাপন পরিষদের আহবায়ক অরুপ চৌধুরী ও সাধারণ সম্পাদক হারাদন দাশ সহ পূজা কমিটির অন্যান্য নেতৃবৃন্দের সহযোগিতায় রাঙ্গুনিয়া বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোহাম্মদ কুতুব উদ্দিন বাহার, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আবু আহমেদ হাসনাত, যুগ্ম আহবায়ক ফজলুল হক, নিজামুল হক তপন, চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক শামসুল আলম, সদস্য সচিব আব্দুস সালাম মেম্বার, উপজেলা যুবদল আহবায়ক মো: সেকান্দর, যুবদল উপজেলা যুগ্ম আহবায়ক মো: এরফান, যুগ্ম আহবায়ক মো: মোজাফফর চৌধুরী, যুগ্ম আহবায়ক মো: সালাউদ্দিন, চন্দ্রঘোনা যুবদলের সিনিয়র নেতা মো: জাফর, শিক্ষক সুনীল শ্যাম, ডাঃ গৌরপদ দাশ, শিক্ষক পলাশ দাশ প্রমুখ।
এদিকে চট্টগ্রাম উত্তর জেলা যুবদল সহ-সভাপতি বেলাল উদ্দীন বেলাল জানান, চট্রগ্রাম উত্তর জেলা যুবদলের পক্ষে রাঙ্গুনিয়া উপজেলা আমার দায়িত্ব থাকায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী, চন্দ্রঘোনা সিনিয়র বিএনপি নেতা মজিবুল হক মুজিব ও বিএনপি নেতা আনোয়ারুল হক বাবুল মাষ্টার সহ চন্দ্রঘোনা দেওয়ানজী পাড়ার মহাজন বটতল গীতা ভবন ও কালিবাড়ি সহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করি এবং সবাইকে বিএনপি পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছি। ওসময় চট্টগ্রাম উত্তর জেলা ধর্ম বিষয়ক সম্পাদক বাবলু বড়ুয়া, জব্বার, পারভেজ সহ বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply